Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Chandrabali Rudra Dutta
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Gopa Roy
Produção
Letra
এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে
কণ্ঠ যে রোধ করে
সুর তো নাহি সরে
কণ্ঠ যে রোধ করে
সুর তো নাহি সরে
ওই দিকে যে মন পড়ে রয়
মন লাগে না কাজে
এ মণিহার আমায় নাহি সাজে
তাই তো বসে আছি
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি
তাই তো বসে আছি
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে
Written by: Rabindranath Tagore


