Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Andrew Kishore
Interpretação
Syed Abdul Hadi
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Alam Khan
Composição
Syed Shamsul Haq
Composição
Letra
আমি চিরকাল প্রেমের কাঙাল
যে ডালে বান্ধি বাসা
ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল
হায়রে এমনই কপাল
কতজনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম
কারো হইলাম না আপন
স্রোতে ভাসা শ্যাওলা যেমন
আমার এ জীবন
জগত জুড়ে মানুষ আছে
মনেরই আকাল
শুধু মনেরই অকাল
সুখের চাবি হাতে নিলাম
দুঃখের সাথে ঘর করিলাম
বিধির বিধান না যায়রে খণ্ডন
অন্তরেতে আগুন আমার
চোখেতে ক্রন্দন
অন্তর্যামী নিঠুর খেলা
চলবে কতকাল
বলো চলবে কতকাল
আমি চিরকাল প্রেমের কাঙাল
যে ডালে বান্ধি বাসা
ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল
হায়রে এমনই কপাল
Written by: Alam Khan, Syed Shamsul Haq