Créditos
INTERPRETAÇÃO
Indranil Sen
Interpretação
Rabindranath Tagore
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
তেপান্তরের পাথার পেরোই রূপকথার
পথ ভুলে যাই দূর পারে কোন চুপ-কথার
পারুলবনের চম্পারে মোর হয় জানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
যায় ভেসে দূর দিশে
পরীর দেশের বন্ধ দুয়ার দেই হানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
Written by: Rabindranath Tagore

