Créditos
INTERPRETAÇÃO
Supratik Das
Vocais principais
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
PRODUÇÃO E ENGENHARIA
Bhavna Records & Cassettes
Produção
Gopa Roy
Produção
Letra
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থনিমগন কী কারণে
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থনিমগন কী কারণে
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
Written by: Rabindranath Tagore, Srabani Sen

