Créditos

INTERPRETAÇÃO
Andrew Kishore
Andrew Kishore
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Imtiaz Bulbul
Imtiaz Bulbul
Composição

Letra

আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন সঙ্গী করেছি
জীবনে যত দুঃখ, যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এই গানই আমার জীবন-মরণ
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়
এই গানই আমার জীবন-মরণ
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
Written by: Imtiaz Bulbul
instagramSharePathic_arrow_out

Loading...