Créditos
INTERPRETAÇÃO
Andrew Kishore
Interpretação
COMPOSIÇÃO E LETRA
M. Jamil Minto
Composição
Sheikh Sadi Khan
Composição
A. Hye Al Hadi
Composição
Letra
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
লাজে ভরা চোখ তার শুধু চাইয়া রয়
জানি না তো মনে মনে কি যে কথা কয়
আরে কেমনে বুঝি সে আমারে ভালোবাসে কি না?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
মেঘে যেমন ঝিলিক মারে দারুণ বৈশাখ মাসে
তেমনি ডাগর চোখের চাওয়ায় বুকে কাঁপন আসে
একটু হাসির দোলায় ভাসি ফাল্গুনী হাওয়ায় গো
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
ও হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
প্রেমের পোকা খায় যে আমার হৃদয় কুরে কুরে
মন ঘুড্ডিতে সুতা বাইন্ধা রয় সে দূরে দূরে
মরার আগে মরলাম আমি, পরান বুঝি যায় গো
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
ও হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
লাজে ভরা চোখ তার শুধু চাইয়া রয়
জানি না তো মনে মনে কি যে কথা কয়
আরে কেমনে বুঝি সে আমারে ভালোবাসে কি না?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
ও হায় হায় গো
এখন আমার হবে কি উপায় গো?
Written by: A. Hye Al Hadi, M. Jamil Minto, Sheikh Sadi Khan

