Créditos

COMPOSIÇÃO E LETRA
Saif Zohan
Saif Zohan
Composição

Letra

শীত তুই আয়
মিশে যা আমার গায়ে
ভেজা শিশির হয়ে
আর ধোয়া ওঠা চায়ে
তোকে বসতে দেবো
সর্ষে ফুলের গালিচায়
তোকে আগলে নেবো
খুব ভোরের কুয়াশায়
খড়কুটো পোড়ানো আগুনের মতো
মর্মর শব্দের শুকনো পাতায়
শীত তুই আয়
মিশে যা আমার গায়ে
কাঁচা রসের ঘ্রানে
আর ধোয়া ওঠা চায়ে
খুব ভোরে কাঁথা মুড়ি দেয়া
বিছানার কোনো এক কোনে
চিলতে মায়াবী রোদে ভরা
শিশির ভেজা উঠোনে
তোকে খুঁজে ফিরি , আমার হারানো ছোট্টবেলায়
তোকে ভাসবো নিয়ে, দূর নীল আকাশ মেঘের ভেলায়
চলতি ফেরির, শেষ গাড়ির, জানালার ধারে
পাবো কি তারে, পাবো কি তারে, খুঁজে ফিরি যারে
শীত তুই আয়
মিশে যা আমার গায়ে
ভোরের শিশির হয়ে
আর ধোয়া ওঠা চায়ে
Written by: Saif Zohan
instagramSharePathic_arrow_out

Loading...