Vídeo de música

Meghdol | Chena Ochena | Meghdol (2005) | Remastered
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
COMPOSITION & LYRICS
Meghdol
Meghdol
Songwriter
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
Lyrics

Letra

চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে বুনে চলেছি অশ্রু-প্রপাত এখানেই যেন জীবন ধারাপাত আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে নৈশব্দের অমৃতলোকে করেছি তোমায় রচনা শব্দ প্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে বুনে চলেছি অশ্রু-প্রপাত এখানেই যেন জীবন ধারাপাত আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out