Créditos
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Letra
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
সব মরুময়, সব মরুময়
মলয়-অনিল এসে কেঁদে কেঁদে ফিরে চলে যায়
হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
সব মরুময়, সব মরুময়
মলয়-অনিল এসে কেঁদে কেঁদে ফিরে চলে যায়
হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
কত শত ফুল ছিল হৃদয়ে
কত শত ফুল ছিল হৃদয়ে
ঝরে গেল, আশালতা শুকালো
পাখিগুলি দিকে দিকে চলে যায়
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়
প্রাণ করে হায়-হায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
ফুরাইল সকলি, ফুরাইল সকলি
প্রভাতের মৃদু হাসি
ফুলের রুপরাশি
ফিরিবে কি আর, ফিরিবে কি আর
কিবা জোছনা ফুটিত রে
কিবা যামিনী
সকলি হারাল, সকলি গেল রে চলিয়া
প্রাণ করে হায়-হায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
ফুরাইল সকলি, ফুরাইল সকলি
প্রভাতের মৃদু হাসি
ফুলের রুপরাশি
ফিরিবে কি আর, ফিরিবে কি আর
কিবা জোছনা ফুটিত রে
কিবা যামিনী
সকলি হারাল, সকলি গেল রে চলিয়া
প্রাণ করে হায়-হায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
হৃদয়ের বসন্ত কোথায়, হায় রে
সেই তো বসন্ত ফিরে এল
Written by: Rabindranath Tagore