Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Tanveer Evan
Tanveer Evan
Исполнитель
Tanveer Khan
Tanveer Khan
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Tanveer Evan
Tanveer Evan
Композитор
Piran Khan
Piran Khan
Композитор
Ahmed Shakib
Ahmed Shakib
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Tanveer Evan
Tanveer Evan
Продюсер
Piran Khan
Piran Khan
Продюсер

Слова

আজ এই দু'চোখ ভরে রেখেছি তোমায় আমি
আজ এ দু'চোখের আড়ালে হারিয়েছি তোমায় আমি
যন্ত্রণায় তোমায় ভেবে কেঁদেছি আমি
জীবনটাকে শেষ করার আশায় গেয়ে যাই আমি
তুমি আমার হয়েও কখনো আমায় বুঝোনি
ভেঙেছো পুরোটা আমায়, তবুও গড়েছি তোমায় আমি
তোমায় আমি বলে দিতে চাই আর পাবে না আমায়
কষ্ট পাবো জেনেও তুমি কাঁদিয়েছো আমায়
দিয়েছি ভালোবাসা, নিয়েছি তোমার সব ব্যথা
রেখেছি তোমায় এই বুকে, তাই তো আজ দিলে ব্যথা
মাঝে মাঝে তোমায় ভেবে কেঁদে যাই আমি
এত কষ্টে, এত ব্যথায় খুঁজি তোমায় আমি
কখনো ভাবিনি এত ব্যথা দিবে তুমি
চেয়েছো ভেঙে দিতে, তা হয়েছে আজই
চলে যাওয়ার ছিলই যখন, এলে বা কেন?
স্বপ্ন ভাঙার ছিলই যখন, দেখালে বা কেন?
আজ আমার এ জীবনটা তুমি করে দিলে একলা
কেড়ে নিলে সব আমার স্মৃতিগুলো, রেখে গেলে ব্যথা
শেষ কথা দিলাম, তোমার হয়ে থাকবো না আমি
চলে যাবো সবই ছেড়ে আমি বহুদূরে
বহুদূরে
বহুদূরে
বহুদূরে
Written by: Ahmed Shakib, Piran Khan, Tanveer Evan
instagramSharePathic_arrow_out

Loading...