Создатели
ИСПОЛНИТЕЛИ
Rezwana Chowdhury Bonna
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Robindranath Tagore
Автор песен
Слова
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
তোমার পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
সেথায় আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী
কলঙ্কভাগী
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
Written by: Srikumar Banerjee

