Создатели

ИСПОЛНИТЕЛИ
Purabi Dutta
Purabi Dutta
Ведущий вокал
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Музыкальный директор
МУЗЫКА И СЛОВА
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Raga Music Communications Pvt Ltd
Raga Music Communications Pvt Ltd
Продюсер

Слова

কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
তব আঁখিজল, সে কি শুধু ছল
এ কি মরু হায় নয় জলধি
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
ওগো, কত জনমের কত সে কাঁদন
করে হাহাকার বুকেরই তলায়
কত নিরাশা, কত অভিমান
ফেনায়ে ওঠে গভীর ব্যথায়
মিলন হবে কোথা সে কবে
মিলন হবে কোথা সে কবে
কাঁদিছে সাগর স্মরিয়া নদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
Written by: Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...