Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Srabani Sen
Srabani Sen
Ведущий вокал
Supratik Das
Supratik Das
Ведущий вокал
Rupa Ganguly
Rupa Ganguly
Ведущий вокал
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Rabindranath Tagore
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
Продюсер
Gopa Roy
Gopa Roy
Продюсер

Слова

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান
তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...