Создатели

ИСПОЛНИТЕЛИ
Hridoy Khan
Hridoy Khan
Исполнитель
Rintu
Rintu
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Hridoy Khan
Hridoy Khan
Композитор
Omi
Omi
Автор песен
SANGEETA
SANGEETA
Аранжировщик
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
SANGEETA
SANGEETA
Продюсер

Слова

বলে দাও আমায়
না বলা কথা শুধু একবার
বোঝোনা কেনো, ওগো প্রিয়তম!
আমি শুধু তোমার
শুধু!
শোনে যাও তোমার অজানা কথা
শুধু একবার
এভাবে কেন আড়ালে রাখ
ভালবাসা তোমার?
কেন?
হয়না কিছু বলা
নীরবে এ ভালবাসা আর চাওয়া
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
আআআ...
শূন্য বুকে তোমারই শান্তনা
তোমারই যত সব কল্পনা
এই যে শুধু আমারই প্রার্থনা
তোমাকে মেনেছি দেবতা
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
শোনে যাও তোমার অজানা কথা
শুধু একবার
এভাবে কেন আড়ালে রাখ
ভালবাসা তোমার?
কেন?
হয়না কিছু বলা
নীরবে এ ভালবাসা, আর চাওয়া
যায়না বোঝানো তোমাকে (হুঁম...)
এতো কাছে রেখে দূরে থাকা
আআআ...
Written by: Hridoy Khan, Omi
instagramSharePathic_arrow_out

Loading...