album cover
Bewarish
111
Asia
Bewarish was released on January 1, 2010 by Soundtek as a part of the album Alo
album cover
AlbumAlo
Release DateJanuary 1, 2010
LabelSoundtek
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Credits

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Mizan
Mizan
Composer
Ashik
Ashik
Songwriter

Lyrics

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেল কোনো এক
রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
সাড়ে তিন হাত ঘরের মালিক, রয়েছে পাশে পড়ে
নিথর দেহ চাটাই মোড়া বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুণ আবেদন, বেওয়ারিশ আমি
আমায় পৌঁছে দাও আমার মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেল কোনো এক
রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে
নেই কোনো শেষকৃত্যের আয়োজন
নেই কোনো শবযাত্রা
নেই আতর গোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়
পায়নি যেন মায়ের শেষ আদর
তাদের পৌঁছে দাও তাদের মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেল কোনো এক
রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার, উদ্দেশ্য পরপার
Written by: Ashik, Mizan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...