Music Video

Music Video

Credits

Lyrics

আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে
আমার নীরবতা তোমার নামটি রাখো থুয়ে
আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে
আমার নীরবতা তোমার নামটি রাখো থুয়ে
রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার নামেরই ঝঙ্কার
তোমার নামেরই ঝঙ্কার
ঘুমের 'পরে জেগে থাকুক নামের তারা তব
জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব
সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা
সকল ভালোবাসায় তোমার নামটি জ্বলুক লিখা
তোমার নামটি জ্বলুক লিখা
সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে
রাখব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে
জীবনপদ্মে সঙ্গোপনে রবে নামের মধু
তোমায় দিব মরণ-ক্ষণে তোমারি নাম বঁধু
তোমারি নাম বঁধু
আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে
আমার নীরবতা তোমার নামটি রাখো থুয়ে
আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে
আমার নীরবতা তোমার নামটি রাখো থুয়ে
instagramSharePathic_arrow_out

Loading...