Lyrics
সেই তো আমি চাই, চাই রে
সেই তো আমি চাই
সাধনা যে শেষ হবে মোর
সে ভাবনা তো নাই, নাই রে
সেই তো আমি চাই, চাই রে
সেই তো আমি চাই
ফলের তরে নয় তো খোঁজা
কে বইবে সে বিষম বোঝা
ফলের তরে নয় তো খোঁজা
কে বইবে সে বিষম বোঝা
যেই ফলে ফল ধুলায় ফেলে
আবার ফুল ফুটাই, ফুটাই রে
সেই তো আমি চাই, চাই রে
সেই তো আমি চাই
এমনি করে মোর জীবনে অসীম ব্যাকুলতা
নিত্য নূতন সাধনাতে নিত্যনূতন ব্যথা
এমনি করে মোর জীবনে অসীম ব্যাকুলতা
নিত্য নূতন সাধনাতে নিত্যনূতন ব্যথা
পেলেই সে তো ফুরিয়ে ফেলি
আবার আমি দু'হাত মেলি
পেলেই সে তো ফুরিয়ে ফেলি
আবার আমি দু'হাত মেলি
নিত্য দেওয়া ফুরায় না যে
নিত্য নেওয়া তাই, তাই রে
সেই তো আমি চাই, চাই রে
সেই তো আমি চাই
সাধনা যে শেষ হবে মোর
সে ভাবনা তো নাই, নাই রে
সেই তো আমি চাই, চাই রে
সেই তো আমি চাই


