Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anusheh Anadil
Lead Vocals
Arnob
Lead Vocals
COMPOSITION & LYRICS
Bangla Band
Composer
Mira Dev Burman
Songwriter
S.D. Burman
Songwriter
Lyrics
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশী
আল্লাহ্'র দোহাই
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশী
আল্লাহ্'র দোহাই
এই পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ্'র দোহাই
ও বাঁশী
বানের টানে টানে
আইসো আমার পানে
মধু লাগাইও মনে
মজিয়ো পানের গুনে, আসিও
বানের টানে টানে
আইসো আমার পানে
মধু লাগাইও মনে
মজিয়ো পানের গুনে, আসিও
আমার রঙে, পানের রঙে
রাঙ্গা হইও, রাঙ্গা হইও বাঁশী
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশী
আল্লাহ্'র দোহাই
এই পরাণ এর বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ্'র দোহাই
ও বাঁশী
ঘাটে আসিও
পিঁড়ি পেতে দেব, পাশে বসাব
মুখেতে পান দেব, দেব রে
ঘাটে আসিও
পিঁড়ি পেতে দেব, পাশে বসাব
মুখেতে পান দেব, দেব রে
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইও
আল্লাহ্'র দোহাই
এই পরাণ এর বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশী
আল্লাহ্'র দোহাই
এই পরাণ এর বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ্'র দোহাই
ও বাঁশী
নারী, পান, পানি
তিনের পাখানী আছে জগতে জানি
আসিও গুনমনি, আসিও
নারী, পান, পানি
তিনের পাখানী আছে জগতে জানি
আসিও গুনমনি, আসিও
তিন রসেতে ডুইবা তুমি
তিনের অধিকারী
তিনের অধিকারী হইয়ো
আল্লাহ্'র দোহাই
এই পরাণ এর বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশী
আল্লাহ্'র দোহাই
এই পরাণ এর বিনিময়ে তোমার পরাণ দিও হাসি
আল্লাহ্'র দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ্'র দোহাই
Written by: Bangla Band, S.D. Burman