Top Songs By Sraboni Sen
Credits
PERFORMING ARTISTS
Shrabani Sen
Performer
Rabindranath Thakur
Music Director
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
Beethoven Records
Producer
Lyrics
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
উষা কাহার, উষা কাহার আশিস বহি হল আঁধার পার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে
কার জীবনে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার
Written by: Rabindranath Tagore