Credits
PERFORMING ARTISTS
IrfuG
Performer
Syed Fuad Irfan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Syed Fuad Irfan
Songwriter
Lyrics
আমি মিথ্যা বলতে চাই না , সত্য বলতে গেলে তো আর কেও আমায় চায় না
লাগে ভাবে আমায় খেলনা ?
তাই খেলতে খেলতে এতো ভাঙ্গসে , ভাঙ্গার জায়গা রয় না, জায়গা রয় না
অন্ধকারে আমি এখন সাজাই নিজের দৃশ্য ,সবার চোখে যেইটা দুনিয়া আমার চোখে নরকের অংশ !
যা একবার চইলা যায় তা আর কখনও ফিরা আয় না
সময় হইলে বুইঝা যাবি জায়গা মতো সবাই খেলনা
হাটার রাস্তা থাকে একি শুধু ভাবনাগুলা পাল্টায়,
যা একবার তোমায় হাসায়, সময় গেলে তা কাঁদায়
আমি চাই নাই অন্ধকার, যা চাই নাই তাই প্রাপ্য
হয়ত এইডাই ভাগ্যের লেখন কেমনে ভাগ্যেডা বদলাইবো
আমার দিনরাত যায় ঘুরপাক, বুক ধরপর মুখে হাসি
পোস্টমটেম এর রিপোর্টে মৃত লেখা স্বপ্নছবি
আজ বাক্সে বন্দি কবি উপরওয়ালা কি দেখো না ?
তবু মনে থাকে বিশ্বাস, দুঃখ বেইচা ভাত মিলে না
আমি মুক্তি চাই এই মাথা নিয়া বাঁচি কেমনে ?
বাঁচার যুক্তি নাই,মৃত্যু লেখা লাগে সামনে
কিসের বিনিময়ে শান্তি,সব দিয়া শান্তি চাই
আমার মুক্তি চাই, আমি মুক্তি চাই
আজ আমি ছাঁয়া, দুইজনেই বন্ধু
উইরা গেলে সব ছাই আর থাইকা কি করমু ?
ইতিহাসের পাতায় আমার নাই লেখার নাম,
ছোটোবেলায় আমার ইচ্ছা ছিলো কামামু সুনাম
যাক একসময় যা অামার দরকার তার অার দরকার নাই
এখন যার আমারে দরকার তার আর দরকার নাই,
সব কাহিনীর পিছে দরকার, তাই আর দরকার নাই.
উইরা গেলে ভালভালো তবু যুদ্ধ কইরা টিকতে চাই
পাগলা জানে কেমনে বাচঁতে হয় , তোরা পুরা দুনিয়া আমার একলা জয়
যার পেটে ক্ষুদা সে খুঁইজা লয় ,উপরে মালিক একজন আর মনে নাই ভয়
আমার পঁচিশ বছরের জীবন পঁচিশটা গল্পের বই , সারমর্ম সব অালাদা আমি খুইজা পেরা লই
তুৃমি কি দেখেছ কবু কেমনে একলা বাঁইচা রয় , বাঘের খাচাঁয় বাচ্চা রাইখা কেমনে মানুষের চোখে সয়
জগতে লাগে আমি একলাই পাপী পাপের দোকান দিয়া , বাকি সব ধোয়া তুলসী পাতা , হাজী মক্কা ঘুরতে গিয়া
যার হাতে টেকা তার , টাকায় সম্মান , যার নাই বাদ দে খবর নেওয়ার ই কি কাম
তবু মিথ্যা বলতে শিখি নি , সত্য আমি বলি নি , মিথ্যার জবাবে যুক্তি যতই কঠিন সত্য আমি ছাড়ি নি
আমার কথা তে দুনিয়া তোর যতই লাগে কঠিন , সবার হাতে সবাই সাড়ে তিন হাত দুনিয়া টা রঙিন
আমি মুক্তি চাই এই মাথা নিয়া বাঁচি কেমনে ?
বাঁচার যুক্তি নাই ,মৃত্যু লেখা লাগে সামনে
কিসের বিনিময়ে শান্তি,সব দিয়া শান্তি চাই
আমার মুক্তি চাই, আমি মুক্তি চাই
Written by: Syed Fuad Irfan