Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Jayati Chakraborty
Lead Vocals
Srikanta Acharya
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Composer
Saheb Chattopadhyay
Lyrics
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Lyrics
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
ওরে পলাশ, ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস
আমার মনের রাগরাগিনী
রাঙা হলো রঙিন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
দখিন হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
Written by: Rabindranath Tagore, Saheb Chattopadhyay


