Credits

PERFORMING ARTISTS
Debabrata Biswas
Debabrata Biswas
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Lyrics

ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি
মুখে চায় কোন অতিথি আকাশের নবীন মেঘে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
ঘিরেছিস মাথার বসন কদমের কুসুমডোরে
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল পরে
ঘিরেছিস মাথার বসন কদমের কুসুমডোরে
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল পরে
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দুর্বাদলে
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দুর্বাদলে
আলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে?
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
ধরণী, দূরে চেয়ে-
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...