Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Manoj Murali Nair
Lead Vocals
Manoj
Performer
Manisha
Performer
Manisha Murali Nair
Lead Vocals
Manoj,Manisha,Violin Brothers,Deb Sankar,Jyoti Sankar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Lyrics
PRODUCTION & ENGINEERING
Bhavna Records & Cassettes
Producer
Gopa Roy
Producer
Lyrics
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
তিমির-বিদার উদার অভ্যুদয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
তিমির-বিদার উদার অভ্যুদয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তোমার হাতে
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে
বন্ধন হোক ক্ষয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
তিমির-বিদার উদার অভ্যুদয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
এসো দুঃসহ, এসো এসো নির্দয়
তোমারি হউক জয়
এসো নির্মল, এসো এসো নির্ভয়
তোমারি হউক জয়
এসো দুঃসহ, এসো এসো নির্দয়
তোমারি হউক জয়
এসো নির্মল, এসো এসো নির্ভয়
তোমারি হউক জয়
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে
দুঃখের পথে তোমার তূর্য বাজে
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে
দুঃখের পথে তোমার তূর্য বাজে
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে
মৃত্যুর হোক লয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
তিমির-বিদার উদার অভ্যুদয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
তিমির-বিদার উদার অভ্যুদয়
তোমারি হউক জয়
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
তোমারি হউক জয়
Written by: Rabindranath Tagore


