Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Rupak Tiary
Performer
COMPOSITION & LYRICS
Indian Ocean
Composer
Rupak Tiary
Composer
Avik Mukhopadhyay
Songwriter
Jayanta Roy
Songwriter
PRODUCTION & ENGINEERING
Rupak Tiary
Producer
Lyrics
প্রিয়, তোমাকে এত ভালোবাসি
জানি তুমি আজও নরম অভিমানী
আমি তো জলের রঙে
রোজ স্বপ্ন আঁকি খাতায়
তোমার চোখের শ্রাবণ ঢাকি
কোনো বৃষ্টি-রঙের ছাতায়
বন্ধু হবে নাকি যদি বলি তোমাকে?
একসাথে যাবে নাকি বহুদূর এই পথে?
বন্ধু হবে নাকি যদি বলি তোমাকে?
একসাথে যাবে নাকি বহুদূর এই পথে?
মন কেমনের এ জোনাকি
প্রেম বয়ে আনে, তুমি শোনো কি?
জলফড়িং এর কথা বোঝোনি
কী বলে তোমায় রাজকন্যা?
চোখ জুড়ে আমার দেখছো তা
ভালোবাসা মোড়া এক রাজপ্রাসাদ
আলো দিয়ে মেখে রাখি স্বপ্নতাজ
কেন তুমি বোঝো না?
আমি তো জলের রঙে
রোজ স্বপ্ন আঁকি খাতায়
তোমার চোখের শ্রাবণ ঢাকি
কোনো বৃষ্টি-রঙের ছাতায়
বন্ধু-
তোমাকে একসাথে-
এই পথে-
বন্ধু হবে নাকি যদি বলি তোমাকে?
একসাথে যাবে নাকি বহুদূর এই পথে?
Written by: Avik Mukhopadhyay, Indian Ocean, Jayanta Roy, Rupak Tiary


