Credits
PERFORMING ARTISTS
Sabina Yasmim
Performer
COMPOSITION & LYRICS
Alam Khan
Composer
Moniruzzaman Monir
Songwriter
Lyrics
কি যাদু করিলা পিরিতী শিখাইলা
থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারি না ঘরেতে
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা
থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী
থাকিটা পারি না ঘরেতে
কি যাদু করিলা পিরিতী শিখাইলা
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারি না ঘরেতে
নয়নও জুরাইলা পরাণও করিলা
নয়নও জুরাইলা পরাণও করিলা
মরমে বাজাইলা মধুর বাঁশী
পরে গো ঢলিয়া হাসিয়া হাসিয়া
পরে গো ঢলিয়া হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে পূর্ণ শশী
কি কথা কহিয়া পাগলও বানাইলা.
কিছুতে পারি না সহিতে প্রাণ সজনী
কিছুতে পারি না সহিতে
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা
থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী
থাকিটা পারি না ঘরেতে
আমারও লাগিয়া নিরালে বসিয়া
আমারও লাগিয়া নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িলও বিধি
মরিবো মরণে তোমারি বিহনে
মরিবো মরণে তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাঁথিলা আমারে পড়াইলা
কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে
কি যাদু করিলা পিরিতি শিখাইলা
থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারি না ঘরেতে
Written by: Alam Khan, Manirujjman Manir, Moniruzzaman Monir