Credits
PERFORMING ARTISTS
Nasir
Performer
COMPOSITION & LYRICS
Nasir
Songwriter
Delowar Arjuda Sharaf
Songwriter
Lyrics
পৃথিবীতে সবাই সুখী, আমি এক জনমদুখী
পৃথিবীতে সবাই সুখী, আমি এক জনমদুখী
আমার দুঃখ শোনার মতো একজন মানুষ ছিল
আমার দুঃখ শোনার মতো একজন মানুষ ছিল
সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
আমায় সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
আমি কাঁদলে দুই নয়নের মুছে দিতো জল
সেই মানুষটাই দিয়ে গেল বুকেতে অনল
আমি কাঁদলে দুই নয়নের মুছে দিতো জল
সেই মানুষটাই দিয়ে গেল বুকেতে অনল
যে মানুষটাই আদর করে বুকে টেনে নিলো
যে মানুষটাই আদর করে বুকে টেনে নিলো
সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
আমায় সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
দুঃখের সময় যে আমারে দিতো একটু সুখ
সেই মানুষটাই চলে গেল ভেঙে দিয়ে বুক
দুঃখের সময় যে আমারে দিতো একটু সুখ
সেই মানুষটাই চলে গেল ভেঙে দিয়ে বুক
আমার এলোমেলো জীবন যে সাজিয়েছিল
আমার এলোমেলো জীবন যে সাজিয়েছিল
সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
আমায় সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
পৃথিবীতে সবাই সুখী, আমি এক জনমদুখী
পৃথিবীতে সবাই সুখী, আমি এক জনমদুখী
আমার দুঃখ শোনার মতো একজন মানুষ ছিল
আমার দুঃখ শোনার মতো একজন মানুষ ছিল
সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
আমায় সেই মানুষটাই সবার চেয়ে বেশি দুঃখ দিলো
Written by: Delowar Arjuda Sharaf

