Music Video

Music Video

Lyrics

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী
তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে
সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে
তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে
সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে
কতটা যন্ত্রণাময় প্রতিরাতে জেগে থাকি
তোমার স্মৃতি অন্তরেতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী
এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না
সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা
এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না
সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা
আমারে পড়লে মনে তুমিও কাইন্দো গোপনে
সুখে থাইকো, প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিয়ো
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী
Written by: Kabbik Polash
instagramSharePathic_arrow_out

Loading...