album cover
Udhao
797
Indie Rock
Udhao was released on September 24, 2025 by Kaaktaal as a part of the album Kaaktaal Raw Volume 02
album cover
Release DateSeptember 24, 2025
LabelKaaktaal
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM83

Music Video

Music Video

Lyrics

আমার দু'দিন আগের ছেলেমানুষী পাচ্ছি না খুঁজে
রাগ আর অভিমানও হারিয়ে যাচ্ছে চোখ দু'টো বুজে
নরম ভেজা ঘাস আর পায়ের মাঝে স্যান্ডেলের ফারাক
আজ সেই চমৎকারী জাদুর গল্পে কাটে যে না রাত
মনের ভেতর-বাহির উপর-গভীর বদলে গিয়েছে
সবার চোখের পাতায়, আঁকার খাতায় ধুলো জমেছে
আগে আকাশ ভরা রঙিন সাদা স্বপ্ন উড়তো
এখন নিরাশ কিছু এলোমেলো বাস্পজল ভাসে
উধাও কোথাও
সেই সোনালি ভোরের আলো-ছায়ায় ভালোবাসা
হঠাৎ বুকের পাঁজর ঘেরা অতীতেরই মায়ায়
শুধু হাহাকার, শুধু হাহাকার
হঠাৎ সব উধাও
আবার সব উধাও
আজও মাঝে মাঝে রঙিন সুরে গুনগুনিয়ে গান গেয়ে
সুরের ভুলে আপন মনে নিজেকে বুঝাই
আমি আগের আমি, নেই আর আমি, বদলে গিয়েছি
তবু কোথায় যেনো জরুরি কিছু ফেলে এসেছি
মনের ভেতর-বাহির উপর-গভীর বদলে গিয়েছে
সবার চোখের পাতায়, আঁকার খাতায় ধুলো জমেছে
আগে আকাশ ভরা রঙিন সাদা স্বপ্ন উড়তো
এখন নিরাশ কিছু এলোমেলো বাস্পজল ভাসে
উধাও কোথাও
সেই সোনালি ভোরের আলো-ছায়ায় ভালোবাসা
হঠাৎ বুকের পাঁজর ঘেরা অতীতেরই মায়ায়
শুধু হাহাকার, শুধু হাহাকার
শুধু হাহাকার, শুধু হাহাকার
হঠাৎ সব উধাও
আবার সব উধাও
Written by: Asif Iqbal Aontu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...