Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Swagato Dey
Swagato Dey
Performer
COMPOSITION & LYRICS
Soumya Das Gupta
Soumya Das Gupta
Composer
Rajib Chakraborty
Rajib Chakraborty
Lyrics

Lyrics

চলো না কোথাও চলে যাই
হারিয়ে যাই দূরে বহুদূরে
চলো না
দেখো ভোর হয়েছে
নতুন আলোয় ভিজেছে পৃথিবী
দেখো না
আজকে সময় থমকে গেছে
দুনিয়াটা হঠাৎ চমকে গেছে
সময়ে স্রোতে দিয়ে পা
হবো না দিশেহারা
মনের দরজা খুলেছে
শোনো স্বপ্নের সুখ
ভেসে বেড়ায় আজ চারিদিকে
শোনো
বলো না সেই কথা শুনবো বলে
কতকাল আশা করেছি
বলো না
আজকে সময় থমকে গেছে
দুনিয়ায়টা হঠাৎ চমকে গেছে
সময়ে স্রোতে দিয়ে পা
হবো না দিশেহারা
মনের দরজা খুলেছে
চলো না
চলো না
Written by: Rajib Chakraborty, Soumya Das Gupta
instagramSharePathic_arrow_out

Loading...