Lyrics
মুখে মুখে ছিল শুধু বাধবি সুখের বাসা,
মুখে মুখে ছিল শুধু বাধবি সুখের বাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
বুঝি নাই বন্ধু আমি বুঝি নাই তোরে,
এত পাষাণ সাজলে বন্ধু তুমি কেমন করে,
বুঝি নাই বন্ধু আমি বুঝি নাই তোরে,
এত পাষাণ সাজলে বন্ধু তুমি কেমন করে,
মিছামিছি আশা দিয়া মিছামিছি আশা দিয়া,
করলি রে নৈরাশা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
খুব যতনে ভাঙ্গলে পিরিত আমায় পর করিয়া,
প্রণব বলে তবু আজও যাই ভালবাসিয়া,
খুব যতনে ভাঙ্গলে পিরিত আমায় পর করিয়া,
প্রণব বলে তবু আজও যাই ভালবাসিয়া,
না মিটাইলি বন্ধু আমার আসল প্রেম পিপাসা,
না মিটাইলি বন্ধু আমার আসল প্রেম পিপাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
মুখে মুখে ছিল শুধু বাধবি সুখের বাসা,
মুখে মুখে ছিল শুধু বাধবি সুখের বাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
মনেতে ছিল না বন্ধু আমার জন্য একটু ভালোবাসা,
Written by: Colour Voice, Pronob Shil, Samrat Ahmed, Shamran Ahmed Milon


