Featured In

Listen to Bonobibi - Single by Meghdol & Jahura Baul
ALBUMBonobibi - SingleMeghdol & Jahura Baul

Credits

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
Jahura Baul
Jahura Baul
Performer
COMPOSITION & LYRICS
Khonar Bochon
Khonar Bochon
Lyrics
Mejbaur Rahman Sumon
Mejbaur Rahman Sumon
Lyrics
PRODUCTION & ENGINEERING
Arnob
Arnob
Producer

Lyrics

বনবিবির পায়ে রে ফোটে বুনো রোদের ফুল ব্যাঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জানো যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি জৈষ্ঠতে তারা ফোটে তবে জানবে বর্ষা বটে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে ব্যাঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জানো যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি জৈষ্ঠতে তারা ফোটে তবে জানবে বর্ষা বটে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে বনবিবির পায়ে রে ফোটে বুনো রোদের ফুল তামাটে শরীর পোড়ে কিষাণীর ঘামে ভেজা মুখ লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোনো গ্রামে তোমার কান্না, আমার কান্না ঝিরিপথ হয়ে নামে ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও আবার সুবোধ ফলায় সুবাসের জমি সাঁওতাল গ্রামের পাশে নোঙর ফালাইলো মাঝি সোজন বাইদার ঘাটে বাঁশির সুর ভাইসা আইলো দূরে সুলতানের গাঁ মটর শাঁক পেচাইয়া ধরল নববধুর পা মটর শাক পেচাইয়া ধরল নববধুর পা আঁটি ধান শক্ত বাহু আজগর হাটে আড়ে জমিলা ঢেকিতে পার মারে গানের তালে হো-হো-হো ও, হো-হো-হো হো-হো-হো ও, হো-হো-হো হো-হো-হো ও, হো-হো-হো হো-হো-হো ও, হো-হো-হো পোকামাকড়ের কুহক বাজে সবুজ অন্ধকারে ঘন জঙ্গলে ময়ূর নাচে আদিম তালে তালে তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুকে এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও ও পাখি ও রাখাল বনবিবির পায়ে রে (ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান) ফোটে বুনো রোদের ফুল (ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও) ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও
Writer(s): Shibu Kumer Shill Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out