Music Video

Ahare Shoishob (আহারে শৈশব) Saif Zohan | Bangla New Song 2024
Watch Ahare Shoishob (আহারে শৈশব) Saif Zohan | Bangla New Song 2024 on YouTube

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Saif Zohan
Saif Zohan
Songwriter

Lyrics

লাটিম খেলা আর ঘুড়ি ওরানো
আম কুড়ানো আর পাতা পোরানো
ছোট্টবেলার সেই বন্ধুরা কই
কেন আমি, আর সেই আমি নই
আজ অনেক বছর পরে খুজে ফিরি
কোথায় আহারে আহারে আহারে শৈশব
কোথায় হারিয়ে গেলো যে, আহারে কৈ সব
কোথায় আহারে আহারে আহারে শৈশব
কোথায় হারিয়ে গেলো যে, আহারে কৈ সব
স্কুল পালিয়ে, ঘুরে বেড়ানো
প্রথম প্রেমের মায়ার জড়ানো
কিশোরবেলার সেই প্রেম গেল কই
কেন আমি আর সেই আমি নই
আজ অনেক বছর পরে খুজে ফিরি
কোথায় আহারে আহারে আহারে কৈশর
কোথায় হারিয়ে গেলো যে, আমার এ কৈশর
শৈশবে স্বপ্ন ছিল শুধুই
কবে হবো আমি বড়
কিশোর বেলাতে সেই স্বপনে
ডুবেছি কত আবারো
আজ বড়বেলার বাস্তবতায়
চাই শৈশবে যেতে ফিরে
সব মধুমাখা স্মৃতি আমার
সোনার শৈশবকে ঘিরে
কোথায় আহারে আহারে আহারে শৈশব
কোথায় আহারে আহারে আহারে শৈশব
Written by: Saif Zohan
instagramSharePathic_arrow_out