album cover
Bolo Bir (feat. sameerOfficial)
1
Electronic
Bolo Bir (feat. sameerOfficial) was released on August 12, 2025 by Spicy Brownie as a part of the album Inside the Note
album cover
Release DateAugust 12, 2025
LabelSpicy Brownie
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM62

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Spicy Brownie
Spicy Brownie
Performer
COMPOSITION & LYRICS
Jaflong & Kool Koosh
Jaflong & Kool Koosh
Songwriter
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
sameerOfficial
sameerOfficial
Producer

Lyrics

বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’
শিখর হিমাদ্রির!
বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বল বীর –
বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’
শিখর হিমাদ্রির!
বল বীর –চির উন্নত মম শির!
বল বীর –আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
বল বীর –আমি যুবরাজ মম
বল বীর –রাজবেশ ম্লান গৈরিক।
বল বল বীর
চির – উন্নত মম শির!
আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার,
আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড,
আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’
শিখর হিমাদ্রির!
বল বীর –চির উন্নত মম শির!
বল বীর –আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
বল বীর –আমি যুবরাজ মম
বল বীর –রাজবেশ ম্লান গৈরিক।
বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’
শিখর হিমাদ্রির!
বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’
শিখর হিমাদ্রির!
Written by: Jaflong & Kool Koosh, Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...