Credits
PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Performer
Aneek Dhar
Performer
Abhay Jodhpurkar
Performer
COMPOSITION & LYRICS
Aneek Dhar
Composer
Pranjal
Songwriter
Rivo
Songwriter
PRODUCTION & ENGINEERING
Jeetz Filmworks Private Limited
Producer
Lyrics
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
মেঘ, তোর সঙ্গে যাবো, নেশাতে প্রাণ জুড়াবো
এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে?
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
চোখেরই কাজলে, আধভেজা চুলে
বেসামাল করেছে আমায়
আবেগের আলোয় ভেসে উড়ে চল মেঘের দেশে
চারিদিক বৃষ্টি, মাটির গন্ধে ভরেছে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
Written by: Aneek Dhar, Pranjal, Rivo

