Krediler

PERFORMING ARTISTS
Shreya Guhathakurata
Shreya Guhathakurata
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
Subrata Babu Mukhopadhyay
Subrata Babu Mukhopadhyay
Arranger

Şarkı sözleri

এই মর্ত্যে, হে মর্ত্যের প্রিয়
নিত্য নাই হলে
সুদূর মাধুর্য-পানে তব স্পর্শ, অনির্বচনীয়
দ্বার যদি খোলে-
ক্ষণে ক্ষণে সেথা আসি নিস্তব্ধ দাঁড়াবে বসুন্ধরা
লাগিবে মন্দাররেণু শিরে তার উর্ধ্ব হতে ঝরা
মাটির বিচ্ছেদপাত্র স্বর্গের উচ্ছ্বাস-রসে ভরা
রবে তার কোলে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা
আজ আলোর রঙ যে বাজল পাখির রবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে
আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে
সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক-না রাঙা
সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক-না রাঙা
তোমার রঙেরই গৌরবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...