Krediler
PERFORMING ARTISTS
Gautam Mitra
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Şarkı sözleri
দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে
আঁধারমূলে কোন মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান
দিনের শেষে
নামিয়ে মুখ চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
তাদের পানে ভাঁটার টানে
যাব রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে
ঘরে যারা যাবার
তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরেও নহে, পারেও নহে
যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে
ফুলের বাহার নেইকো যাহার
ফসল যার ফলল না
অশ্রু যাহার ফেলতে হাসি পায়
দিনের আলো যার ফুরালো
সাঁজের আলো জ্বলল না
সে বসেছে ঘাটের কিনারায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে
সাঁজের বেলা ভাঁটার স্রোতে
ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে
কেমন করে চিনব ওরে
ওদের মাঝে কোনখানা
আমার ঘাটে ছিল আমার দেশে
দিনের শেষে
অস্তাচলে তীরের তলে
ঘন গাছের কোল ঘেঁষে
ছায়ায় যেন ছায়ার মতো যায়
ডাকলে আমি ক্ষণেক থামি
হেথায় পাড়ি ধরবে সে
এমন মেয়ে আছে রে কোন নায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে
Written by: Rabindranath Tagore, Srabani Sen

