Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anjan Dutt
Anjan Dutt
Performer
Bappa Majumdar
Bappa Majumdar
Performer
Zulfiqer Russell
Zulfiqer Russell
Performer
COMPOSITION & LYRICS
Zulfiqer Russell
Zulfiqer Russell
Songwriter

Lyrics

বন্ধুর খোঁজ চাইলে আমায় জোরে দিয়ো ডাক
হাতের মুঠোয় জ্যোৎস্না কুড়ে আমায় দিয়ো ভাগ
মনের মতো বন্ধু পাওয়া সহজ কথা নয়
আমার মতো সবাই তো আর বেকার বসে নয়
বেকার বলেই বসে আছি বেকার মন নিয়ে
চাইলে তুমি নিতে পারো মনের ভাগ দিয়ে
বেকার মানেই চাকরি নাই রে, গোঁফের নিচে দাড়ি
বন্ধুর post খালি হলে ডেক তাড়াতাড়ি
চাকরি আমার খুব জরুরি যেমন খুশি হোক
তবেই কেবল ছাড়তে পারে মনের শত লোভ
বেকার বলেই হয়তো আমার হাজার সাধ জাগে
সাধটা যতই হোক না ছোট, সাধ্য থাকা লাগে
সাধ্য আমার নেই বলেই তো একলা বসে আছি
চাইলে তুমি খেলতে পারো শখের এই কানামাছি
বেকার মানেই আসল ছাড়া সুদটা বাড়াবাড়ি
বন্ধুর post খালি হলে ডেকো তাড়াতাড়ি
বন্ধু হবার যোগ্য কিনা পরখ করো আজই
তোমার মত চাঁদকে নিয়ে ধরব আকাশ বাজি
অভিজ্ঞতা চাই কি তোমার বন্ধুত্বের জন্যে?
মুখের কথায় দেবে সনদ কেমন করে অন্যে
সনদ আমার নেই বলেই তো নিত্য খুঁজি তাকে
চাইলে তুমি দিতে পারো প্রথম সনদটাকে
বেকার মানেই জোড় লাগেনা, কেবল ছাড়াছাড়ি
বন্ধুর post খালি হলে ডেকো তাড়াতাড়ি
বন্ধুর খোঁজ চাইলে আমায় জোরে দিয়ো ডাক
হাতের মুঠোয় জ্যোৎস্না কুড়ে আমায় দিয়ো ভাগ
মনের মত বন্ধু পাওয়া সহজ কথা নয়
আমার মতো সবাই তো আর বেকার বসে নয়
বেকার বলেই বসে আছি বেকার মন নিয়ে
চাইলে তুমি নিতে পারো মনেরই ভাগ দিয়ে
বেকার মানেই চাকরি নাই রে, গোঁফের নিচে দাড়ি
বন্ধুর post খালি হলে ডেকো তাড়াতাড়ি
বন্ধুর post খালি হলে ডেকো তাড়াতাড়ি
Written by: Bappa Majumdar, Zulfiqer Russell
instagramSharePathic_arrow_out

Loading...