Music Video

Bhalobasbo Basbo Re | ভালোবাসবো বাসবো রে বন্ধু | Riaz & Purnima | Hridoyer Kotha
Watch Bhalobasbo Basbo Re | ভালোবাসবো বাসবো রে বন্ধু | Riaz & Purnima | Hridoyer Kotha on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Habib
Habib
Performer
COMPOSITION & LYRICS
Habib
Habib
Composer
Jewel Mahmud
Jewel Mahmud
Songwriter

Lyrics

ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
আমার মনের ঘরে চান্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো, রাখবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না
কাছে আইসো, আইসো রে, বন্ধু, প্রেমের কারণে
ভালোবাইসো, বাইসো রে, বন্ধু, আমায় যতনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে
তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব, থাকব রে, বন্ধু, তোমার কারণে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
Written by: Habib, Habib Wahid, Jewel Mahmud
instagramSharePathic_arrow_out