Credits
PERFORMING ARTISTS
Swagatalakshmi Dasgupta
Performer
COMPOSITION & LYRICS
Swagatalakshmi Dasgupta
Songwriter
Lyrics
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
আমি তোমায় যত...
তার বদলে আমি চাই নে কোনো দান
আমি তোমায় যত...
ভুলবে সে গান যদি না হয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যসাগরকূলে
তোমার সভায় যবে করব অবসান
এই ক'দিনের শুধু এই ক'টি মোর তান
আমি তোমায় যত...
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
ওগো সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে
এইটুকু মোর শুধু রইল অভিমান
ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ
আমি তোমায় যত...
Written by: Swagatalakshmi Dasgupta