Credits

PERFORMING ARTISTS
Chandrabindoo
Chandrabindoo
Performer
COMPOSITION & LYRICS
Chandrabindoo
Chandrabindoo
Songwriter

Lyrics

ক্ষণিকের এই স্তব্ধতা
দৃষ্টির নিবদ্ধতা
এলোমেলো হাওয়া, চুলগুলোর
নিয়মিত অবাধ্যতা
আঙুলের ফাঁকে চারমিনার
Cabin-এর মাঝে অন্ধকার
আঙুলের ফাঁকে চারমিনার
Cabin-এর মাঝে অন্ধকার
তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা
মৌন মুখরতা
এত কাছে তবু অচেনা
মুখে আজ কিছু রোচে না
বাড়ালেই হাত পাওয়া যায়
সংশয় তবু ঘোচে না
হতে পারে এটা অভিনয়
তবু এইটুকু মন্দ নয়
হতে পারে এটা অভিনয়
তবু এইটুকু মন্দ নয়
এখনও হাত বাড়ালেই পাওয়া যায়
ছোঁয়া যায়
আঙুলের পেলবতা
সম্মতির প্রত্যাশায়
Infusion ছলকে যায়
যদি গড়ি এক তাজমহল
এঁকে নেবো এক কবিতায়
আমারই চোখে মিষ্টি সে
রিমঝিমঝিম বৃষ্টি সে
আমারই চোখে মিষ্টি সে
রিমঝিমঝিম বৃষ্টি সে
তবুও সে যে না বলাই থাকে হায়
বোঝা যায়
দু'চোখের নীরবতা
দিয়ে যায় কি বারতা
মৌন মুখরতা
Written by: Chandrabindoo
instagramSharePathic_arrow_out

Loading...