Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kumar Bishwajit
Performer
COMPOSITION & LYRICS
Gazi Majharul Anwar
Songwriter
Lyrics
ঠিক এ সময় এ মুহূর্তে
ঠিক এ সময় এ মূহুর্তে
কেউ চলে যাচ্ছো, কেউ ফিরে হাসছো
কেউ চলে যাচ্ছো, কেউ ফিরে হাসছো
গল্প-উপন্যাস কেউ পড়ছো
অশ্রুবৃষ্টি হয়ে কেউ ঝরছো
গল্প-উপন্যাস কেউ পড়ছো
অশ্রুবৃষ্টি হয়ে কেউ ঝরছো
খুব জানতে ইচ্ছে করে
এ সময় তুমি কী করছো
এ সময় তুমি কী করছো
অজস্র বয়সেও সাগরের যায়নি তো নীল
সেই নীলে ডুব দিয়ে কেউ হও উড়ো গাঙচিল
অজস্র বয়সেও সাগরের যায়নি তো নীল
সেই নীলে ডুব দিয়ে কেউ হও উড়ো গাঙচিল
মনে মনে কেউ তাজমহলটা গড়ছো
আলতো হাতে কেউ অধরাকে ধরছো
মনে মনে কেউ তাজমহলটা গড়ছো
আলতো হাতে কেউ অধরাকে ধরছো
জানতে ইচ্ছে করে
এ সময় তুমি কী করছো
এ সময় তুমি কী করছো
বয়সটা হেঁটে হেঁটে একদিন হয়ে যাবে শেষ
তার ছেঁড়া তানপুরা রাখবে না সুরেরই রেশ
ও, বয়সটা হেঁটে হেঁটে একদিন হয়ে যাবে শেষ
তার ছেঁড়া তানপুরা রাখবে না সুরেরই রেশ
লাশেরই চারিপাশে কে তোমরা ঘুরছো
স্মৃতিরই কোদাল দিয়ে কবরটা খুঁড়ছো
লাশেরই চারিপাশে কে তোমরা ঘুরছো
স্মৃতিরই কোদাল দিয়ে কবরটা খুঁড়ছো
জানতে ইচ্ছে করে
এ সময় তুমি কী করছো
এ সময় তুমি কী করছো
ঠিক এ সময় এ মুহূর্তে
ঠিক এ সময় এ মুহূর্তে
কেউ চলে যাচ্ছো, কেউ ফিরে হাসছো
কেউ চলে যাচ্ছো, কেউ ফিরে হাসছো
গল্প-উপন্যাস কেউ পড়ছো
অশ্রুবৃষ্টি হয়ে কেউ ঝরছো
গল্প-উপন্যাস কেউ পড়ছো
অশ্রুবৃষ্টি হয়ে কেউ ঝরছো
খুব জানতে ইচ্ছে করে
এ সময় তুমি কী করছো
এ সময় তুমি কী করছো
Written by: Gazi Majharul Anwar