Lyrics

মোমের দেয়াল উঠোনে বারান্দায় তুমি একটু দূরে দাঁড়িয়ে রোদের হাতছানি ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা আসবে আমার কোলে নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী আসবে সে আমারই চল ভেঙে দেই সে দেয়াল সমাজের ঠুনকো খেয়াল বাঁচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল চল ভেঙে দেই সে দেয়াল সমাজের ঠুনকো খেয়াল বাঁচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল হলদে সাগরে হাত ধরে সূর্য সাঁতারে হাতে হাত চোখে চোখ সত্য খোঁজার লোক ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলো সমাজটা জিতে যায় রক্ত দিয়ে কি অবশেষে ভাঙতে হবে দেয়াল তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না? তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না? মোমের দেয়াল এই ছাদে ঘুড়ির সুতো টানা একটু দূরে দাঁড়িয়ে কাছে যেতে মানা ছিড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা আসবে আমার কোলে নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয়ী আছে সে আমারই চল ভেঙে দেই সে দেয়াল সমাজের ঠুনকো খেয়াল বাঁচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল তুমি কখনও কি হবে না? আমার হবে না মায়াতে মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না?
Writer(s): Tahsan Khan, Rumman Chowdhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out