Credits
Lyrics
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
পরজনম বড়োই কঠিন
পরজনম বড়োই কঠিন
সেই জনমে একা থাকা ভীষণ জ্বালাময়
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
চোখের একটু আড়াল হইলে আগুন জ্বলে মনে
ওই জনমে তোমায় ছাড়া থাকবো কেমনে?
চোখের একটু আড়াল হইলে আগুন জ্বলে মনে
ওই জনমে তোমায় ছাড়া থাকবো কেমনে?
এক কবরে হইলে বসত
এক কবরে হইলে বসত মরণ হবে সুখময়
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
বনের পাখি মানায় বনে, তুমি আমার বুকে
দুই জনমে তোমায় পেলে থাকবো যে সুখে
বনের পাখি মানায় বনে, তুমি আমার বুকে
দুই জনমে তোমায় পেলে থাকবো যে সুখে
এক জনমে কাছে পাইয়া
এক জনমে কাছে পাইয়া আশা পূরণ হওয়ার নয়
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
পরজনম বড়োই কঠিন
পরজনম বড়োই কঠিন
সেই জনমে একা থাকা ভীষণ জ্বালাময়
তোমার আমার মরণ যেন
একই দিনে হয় গো, একই দিনে হয়
Written by: Monir Khan