Credits
PERFORMING ARTISTS
Khalid Hasan Milu
Performer
COMPOSITION & LYRICS
Jan E Alam
Composer
Hasan Motiur Rahman
Songwriter
Lyrics
বন্ধু রে, তোমার প্রেমে এত জ্বালা
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
জানলে পরে এমন করে, বন্ধু
জানলে পরে এমন করে, বন্ধু
পথে পথে কানতাম না
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
বন্ধু রে, তোমার প্রেমে এত জ্বালা
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
কত সুন্দর কথা কইয়া
গেছ আমার পরান লইয়া গো
কত সুন্দর কথা কইয়া
গেছ আমার পরান লইয়া গো
তোমার পাগল কেমন আছে, বন্ধু
তোমার পাগল কেমন আছে, বন্ধু
আইসা একবার দেখলা না
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
আশা ছিল আমার মনে
ঘর বান্ধিবো তোমার সনে গো
আশা ছিল আমার মনে
ঘর বান্ধিবো তোমার সনে গো
সেই আশা নৈরাশা হইলো, বন্ধু
সেই আশা নৈরাশা হইলো, বন্ধু
পেলাম শুধু ছলনা
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
বন্ধু রে, তোমার প্রেমে এত জ্বালা
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
জানলে পরে এমন করে, বন্ধু
জানলে পরে এমন করে, বন্ধু
পথে পথে কানতাম না
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
বন্ধু রে, তোমার প্রেমে এত জ্বালা
আগে আমার জানা ছিল না
আগে আমার জানা ছিল না
Written by: Hasan Motiur Rahman, Jan E Alam