Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Asha Bhosle
Asha Bhosle
Performer
COMPOSITION & LYRICS
Rahul Dev Burman
Rahul Dev Burman
Composer
Sachin Bhowmick
Sachin Bhowmick
Songwriter

Lyrics

মনে পড়ে রুবি রয়
মনে পড়ে রুবি রয়, কবিতায় তোমাকে
একদিন কত করে দেখেছি
আজ হায় রুবি রয় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রয়, কবিতায় তোমাকে
একদিন কত করে দেখেছি
আজ হায় রুবি রয়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিনও ভাবতে?
মনে পড়ে রুবি রয়, কবিতায় তোমাকে
একদিন কত করে দেখেছি
আজ হায় রুবি রয় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি, দেখেছি
দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসে নি
তুমি ভালোবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে দেখেছি
আজ হায় রুবি রয় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
Written by: BiKi, DJ Rik, R.D. Burman, Sachin Bhowmick
instagramSharePathic_arrow_out