Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kumar Sanu
Performer
COMPOSITION & LYRICS
Pulak Banerjee
Songwriter
Lyrics
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
আমারও যে মন আছে, কেন বোঝো না
আমারও যে মন আছে, কেন বোঝো না
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
আমারও যে মন আছে, কেন বোঝো না
আমারও যে মন আছে, কেন বোঝো না
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
এত যদি ভালোবাসো, কেমনে তা সই
এত যদি ভালোবাসো, কেমনে তা সই
সোহাগের মালা আমি কী করে যে বই
এত যদি ভালোবাসো, কেমনে তা সই
সোহাগের মালা আমি কী করে যে বই
কত বাধা আজও আছে, কেন বোঝো না
কত বাধা আজও আছে, কেন বোঝো না
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কূল
ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কূল
বালুকার বাঁধ দেওয়া সেখানে যে ভুল
ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কূল
বালুকার বাঁধ দেওয়া সেখানে যে ভুল
স্রোতে আমি ভেসে যাবো, কেন বোঝো না
স্রোতে আমি ভেসে যাবো, কেন বোঝো না
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
আমারও যে মন আছে, কেন বোঝো না
আমারও যে মন আছে, কেন বোঝো না
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
কেন তুমি আমাকে যে এত ভালোবাসো
এত ভালোবাসো
এত ভালোবাসো
এত ভালোবাসো
Written by: Pulak Banerjee


