Credits
PERFORMING ARTISTS
Manna Dey
Performer
COMPOSITION & LYRICS
Pulak Banerjee
Songwriter
Lyrics
দরদী গো
কি চেয়েছি আর কী যে পেলাম
কি চেয়েছি আর কী যে পেলাম
সাধের প্রদীপ, জ্বালতে গিয়ে
নিজেই আমি পুড়ে গেলাম
কি চেয়েছি আর কী যে পেলাম
কি চেয়েছি আর কী যে পেলাম
সুখ নামের সুখ পাখিটায় ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে
সুখ নামের সুখ পাখিটায় ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে পাখি আবার যায় উড়ে যায়
ভাবিনি সেই সে আশার এই পরিণাম
কি চেয়েছি আর কী যে পেলাম
কি চেয়েছি আর কী যে পেলাম
ভুল কী সে না জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূণ্য আমার মেলেনি সব হারিয়ে
ভুল কী সে না জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূণ্য আমার মেলেনি সব হারিয়ে
ললাট লিখন লিখে বিধাতায়
নাম কিনেছেন ভাগ্য দাতায়
রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম
কি চেয়েছি আর কী যে পেলাম
কি চেয়েছি আর কী যে পেলাম
Written by: Manna Dey, Pulak Banerjee