Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Manna Dey
Performer
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nachiketa Ghosh
Producer
Lyrics
যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম
হৃদয় আছে যার সেইতো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
হৃদয় আছে যার সেইতো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে
কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে
রাঁধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম...
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা
চোখের আড়ালে মাটির নিচে ওই
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম...
Written by: Gauri Prasanna Mazumder, Nachiketa Ghosh


