Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Manna Dey
Performer
Kali Banerjee
Actor
Satya Banerjee
Actor
COMPOSITION & LYRICS
Salil Sen
Composer
Salil Chowdhury
Songwriter
Lyrics
আমার দুঃখের সীমা নাই
দুঃখ কার কাছে জানাই?
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
আমার দুঃখের সীমা নাই
দুঃখ কার কাছে জানাই?
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
হায় রে, হায়
সুখেরই ঘর বাঁধিবার
কত যে সাধ ছিল গো
কত আশা ছিল
সুখেরই ঘর বাঁধিবার
কত যে সাধ ছিল গো
কত আশা ছিল
সে সাধেতে বাধ সাধিলো
সে আশাতে ছাই পড়িলো
পথের কাঁটা মহাজন
চলা গেল না
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
আমার দুঃখের সীমা নাই
দুঃখ কার কাছে জানাই?
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
হায় রে, হায়
এ কেমন বিধি বলো
ঘর বাঁধিবার তরেই সাধের
ঘর ভাঙিতে হলো?
এ কেমন বিধি বলো
ঘর বাঁধিবার তরেই সাধের
ঘর ভাঙিতে হলো?
স্বজন ছাড়িতে হলো
বিজনে জীবন গেল
তেল ও প্রদীপ সবই ছিল
জ্বলা গেল না
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
আমার দুঃখের সীমা নাই
দুঃখ কার কাছে জানাই?
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
আমার মনের কথা রইলো মনে
বলা গেল না
Written by: Salil Chowdhury, Salil Sen