Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Silajit Majumder
Silajit Majumder
Performer
Anupam Roy
Anupam Roy
Performer
Silajit
Silajit
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন, তোর প্রদীপ ভরা জ্বীনে
কেন খুঁজতে যাস আমায় সাজানো magazine-এ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ, আর তারায় ভরা station
একটু থামতে চায় প্রেমিকের inspiration
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি
শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং
দে, আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে, জল ফড়িং
Written by: Anupam Roy
instagramSharePathic_arrow_out

Loading...